কম্বল চোরা কম্বল চুরি
করতে এলো ব্লগে
আমাদের মডু ভাই
ঘুমিয়ে আছেন জেগে,
মডু ভাই এর শরীর খারাপ
হয়ে গেছে নাকি!!!
তাইতো কম্বল চুরি হচ্ছে
চোখ দিয়ে তার ফাঁকি!!
দুই একদিন পরপরই
কম্বলখানা হবে চুরি
এভাবে ঘুম লাগিলে
আমরা যে ভাই কি করি,
একখানা যা ছিল কম্বল
নিয়ে গেছে রাতের পরী
কম্বল চোরার কম্বল নাই
তাইতো করে চুরি,
কম্বল চোরা চোর তাই
যা হবার তা হয়
ভদ্র লোকদের দেখলে তার
চোর মনে হয়,
দিন দিন কম্বল চোরার
সাহস বড় বাড়ছে
মডু ভাই জেগে উঠুন
চোর ধরার সময় হয়েছে।
(গরু যারা চুরি করে তাদের গরু চোর বলা হয়, আর কম্বল যারা চুরি করে তাদের কম্বল চোর বলা হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন