শুক্রবার, ১৫ জুন, ২০১২

"নবজাতকের অতৃপ্ত আত্মার সংলাপ"

আজকের প্রথম আলো পত্রিকার প্রথম পাতায়
এই মায়ের কোল খালি হবে আজ
নিউজটা দেখে আবারও এই পোষ্ট (২য় বার)

আমার এই কবিতাকী বারবার হতভাগা এই শিশুদের উৎসর্গ করতে হবে !!!!!
"নবজাতকের অতৃপ্ত আত্মার সংলাপ"
(নবজাতক বেল্লালকে উৎসর্গ)
 হে বিধাতা বন্ধ করো
বন্ধ করো আমাকে নিয়ে তোমার
সমস্থ ক্রীড়া,
কেন, শ্রেষ্ঠ জনমেও আমায়
অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছ!
ভাগ্য যদি তুমি লিখে দিয়েছিলে আমার
তবে কেন এতো যন্ত্রণা
কেন, আজ আমি
পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখিদের একজন,

এই তাহলে তোমার খেলা
যা খেলছো আমাকে নিয়ে!

জানি তুমি বলবে হয়তো আমাকে
আমি অপরাধী
তাহলে জানতে চাই আমি হে বিধাতা
ভূমিষ্ঠ হয়েই আমি কি অপরাধ করেছিলাম
জন্মদাতা মাতৃ স্নেহ পিতৃ স্নেহ থেকে
আমাকে বঞ্চিত করবে?

জবাব দেবেনা জানি
না দাও
আমিও চিৎকার করে কাঁদবো
যেমন কেঁদেছিলাম
মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠের পর
পৃথিবীর জাঁকজমকপূর্ণ
আলোর যন্ত্রণা সইতে না পেরে
তখনই বুঝেছিলাম
আমাকে জনমভর কাঁদতে হবে
যা কপালে লিখা আমার
যা লিখে দিয়েছ তুমি,

হ্যাঁ আমি কাঁদবো উচ্চস্বরে
আকাশ কাঁপবে
কাঁপবে এই ধরিত্রীর মৃত্তিকা
হয়তো তুমি কাঁপবেনা
কাঁপবেনা তোমার মন
কিন্তু আমার নীরব অশ্রু
সে অশ্রু হয়তো বন্যা বয়ে দেবেনা
তোমার সৃষ্ট পৃথিবীতে
তবু আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করবে
তুমিকী তাহলে তা দেখেও হাসবে!
নাকি দেখেও নাদেখার ভান করে থাকবে?

জানো হে বিধাতা
যার রক্ত-মাংস খেয়ে আজ আমি
ভূমিষ্ঠ হয়েছি এ ধরিত্রীর বুকে
তার পরম মমতাময় কোল ছেরে
সমস্থ সম্পর্ক ছিন্ন করে
আমাকে চলে যেতে হয়েছে
অন্যের কোলে
যার সাথে আমার কোনও সম্পর্ক ছিলনা,

হে বিধাতা
মায়ের ক'ফোটা স্তনের দুগ্ধ
আমার কপালে লিখেছিলে
তাতে আমার একটুও তৃপ্তি মিটেনিযে,

হে বিধাতা
বিদায় বেলায় মায়ের শাড়ীর
আঁচলে ধরে চিৎকার দিয়ে কেঁদেছিলাম
মা আমার শুনেও শুনেনি
শুনোনি তুমিও,

শুধু দেখতে পায়েছিলাম
মা আমার কাঁদছে আড় চোখে
চোখের কূণে বিন্দু বিন্দু জল
আমার হৃদয় হাহাকার করে কেঁদে ওঠে
হায়রে নিষ্ঠুর পৃথিবী কেউ বুঝেনা আমাদের
মনের বেদনা,

এই কি তাহলে তোমার সর্ব সৃষ্টির
শ্রেষ্ঠ সৃষ্টি মনুষ্যকুল!!

তাহলে হে বিধাতা
একদিন তোমাকেও কাঁদতে হবে
তোমার এই সৃষ্টি নিয়ে
আমার মনের বেদনা যেদিন বুঝবে।


আজকের প্রথম আলো পত্রিকার শেষের পাতায় ""নবজাতক বিক্রি"" শিরোনামে একটি সংবাদ ছাপা হয়, মা কল্পনা বেগম নিরুপায় হয়ে তার ১৩ নভেম্বর জন্ম নেয়া সন্তান বেল্লালকে বিক্রি করেদেন, ঘটনাটি ঘটে বরিশালের গৌরনদীতে, তাই এই কবিতাটি আমি সেই নবজাতককে উৎসর্গ করলাম,
সাথে আমি প্রথম আলো ব্লগ, প্রথম আলো পত্রিকা ততা সুশীল বিবেকবান সমাজের প্রতি আবেদন জানাচ্ছি এই নবজাতককে যেন তার মায়ের কোলে ফিরিয়ে দেয়ার ব্যাবস্থা করা হয়,।
"নবজাতকের অতৃপ্ত আত্মার সংলাপ"

(নবজাতক বেল্লালকে উৎসর্গ)


হে বিধাতা বন্ধ করো
বন্ধ করো আমাকে নিয়ে তোমার
সমস্থ ক্রীড়া,
কেন, শ্রেষ্ঠ জনমেও আমায়
অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছ!
ভাগ্য যদি তুমি লিখে দিয়েছিলে আমার
তবে কেন এতো যন্ত্রণা
কেন, আজ আমি
পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখিদের একজন,

এই তাহলে তোমার খেলা
যা খেলছো আমাকে নিয়ে!

জানি তুমি বলবে হয়তো আমাকে
আমি অপরাধী
তাহলে জানতে চাই আমি হে বিধাতা
ভূমিষ্ঠ হয়েই আমি কি অপরাধ করেছিলাম
জন্মদাতা মাতৃ স্নেহ পিতৃ স্নেহ থেকে
আমাকে বঞ্চিত করবে?

জবাব দেবেনা জানি
না দাও
আমিও চিৎকার করে কাঁদবো
যেমন কেঁদেছিলাম
মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠের পর
পৃথিবীর জাঁকজমকপূর্ণ
আলোর যন্ত্রণা সইতে না পেরে
তখনই বুঝেছিলাম
আমাকে জনমভর কাঁদতে হবে
যা কপালে লিখা আমার
যা লিখে দিয়েছ তুমি,

হ্যাঁ আমি কাঁদবো উচ্চস্বরে
আকাশ কাঁপবে
কাঁপবে এই ধরিত্রীর মৃত্তিকা
হয়তো তুমি কাঁপবেনা
কাঁপবেনা তোমার মন
কিন্তু আমার নীরব অশ্রু
সে অশ্রু হয়তো বন্যা বয়ে দেবেনা
তোমার সৃষ্ট পৃথিবীতে
তবু আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করবে
তুমিকী তাহলে তা দেখেও হাসবে!
নাকি দেখেও নাদেখার ভান করে থাকবে?

জানো হে বিধাতা
যার রক্ত-মাংস খেয়ে আজ আমি
ভূমিষ্ঠ হয়েছি এ ধরিত্রীর বুকে
তার পরম মমতাময় কোল ছেরে
সমস্থ সম্পর্ক ছিন্ন করে
আমাকে চলে যেতে হয়েছে
অন্যের কোলে
যার সাথে আমার কোনও সম্পর্ক ছিলনা,

হে বিধাতা
মায়ের ক'ফোটা স্তনের দুগ্ধ
আমার কপালে লিখেছিলে
তাতে আমার একটুও তৃপ্তি মিটেনিযে,

হে বিধাতা
বিদায় বেলায় মায়ের শাড়ীর
আঁচলে ধরে চিৎকার দিয়ে কেঁদেছিলাম
মা আমার শুনেও শুনেনি
শুনোনি তুমিও,

শুধু দেখতে পায়েছিলাম
মা আমার কাঁদছে আড় চোখে
চোখের কূণে বিন্দু বিন্দু জল
আমার হৃদয় হাহাকার করে কেঁদে ওঠে
হায়রে নিষ্ঠুর পৃথিবী কেউ বুঝেনা আমাদের
মনের বেদনা,

এই কি তাহলে তোমার সর্ব সৃষ্টির
শ্রেষ্ঠ সৃষ্টি মনুষ্যকুল!!

তাহলে হে বিধাতা
একদিন তোমাকেও কাঁদতে হবে
তোমার এই সৃষ্টি নিয়ে
আমার মনের বেদনা যেদিন বুঝবে।


আজকের প্রথম আলো পত্রিকার শেষের পাতায় ""নবজাতক বিক্রি"" শিরোনামে একটি সংবাদ ছাপা হয়, মা কল্পনা বেগম নিরুপায় হয়ে তার ১৩ নভেম্বর জন্ম নেয়া সন্তান বেল্লালকে বিক্রি করেদেন, ঘটনাটি ঘটে বরিশালের গৌরনদীতে, তাই এই কবিতাটি আমি সেই নবজাতককে উৎসর্গ করলাম,
সাথে আমি প্রথম আলো ব্লগ, প্রথম আলো পত্রিকা ততা সুশীল বিবেকবান সমাজের প্রতি আবেদন জানাচ্ছি এই নবজাতককে যেন তার মায়ের কোলে ফিরিয়ে দেয়ার ব্যাবস্থা করা হয়,।

কোন মন্তব্য নেই: