শুক্রবার, ১৫ জুন, ২০১২

আমারই মাঝে.....

আমারই মাঝে.......

আমারই মাঝে আছো তুমি
দেখতে নাহি পাই আমি-
দেখতে নাহি পাই,
এমনই দুঃখের কথা
বলবো কারে কোথা
ভেভে নাহি আজ পাই।

আমারই হৃদয় মাঝে
কার সে বীণা বাঝে
অন্ধকারে কার যে নববধূ
সাজে সে কোন সাজে
তারে দেখবার চায় এই মন
লুকিয়ে আছে কোথায় সে জন
কোথায় খুঁজতে যাই

দেখতে নাহি আজ পাই আমি-
দেখতে নাহি পাই।

কোন মন্তব্য নেই: