শুক্রবার, ১৫ জুন, ২০১২

"টাকা"


কিশোর বেলায় লেখা সেই ছড়া


টাকা টাকা টাকা
পাচ্ছিনা তার দেখা
টাকার দেখা না পাইলে
মন হয়ে যায় ফাঁকা,

টাকার জন্য সবাই পাগল
আমিও পাগল বটে!
টাকার জন্য এই জগতে
সব কিছুই ঘটে,

বর্তমানে এই জগতে
টাকাই মুখের হাসি
টাকাকে আমরা সবাই
বড্ড ভালবাসি,

টাকা টাকা টাকা
পাচ্ছিনা তার দেখা
টাকার দেখা না পাইলে
মন হয়ে যায় ফাঁকা।


রচনাকালঃ ১৬-০৮-১৯৯৬ ইং

কোন মন্তব্য নেই: