শুক্রবার, ১৫ জুন, ২০১২

"পরবে মনে,পরতেই হবে"

"পরবে মনে,পরতেই হবে"

এই বিশাল পৃথিবীতে একদিন তুমি
একা হবে জানি, বড় একা
এই পৃথিবীর রঙ্গিন দরজাগুলো তোমার

ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে
শুধু জানালাগুলোই থাকবে খোলা
তুমি পালাবে বলে,
সেদিন বড় মনে পরবে আমাকে
পরতেই হবে,

প্রকৃতির নিষ্ঠুর খেলায়
তোমাকে খেলতে হবে
আনন্দে হোক বা কষ্টেই হোক
খেলতে তোমাকে হবেই
সেদিন ঘাম ঝরানো খেলার বেলায়
আমাকে তোমার পরবে মনে
পরতেই হবে,

তোমার অশ্রু ভেজা নয়ন দেখে
আমার হৃদয় কাঁদবে জানি
তার প্রকাশ ভঙ্গি হয়তো থাকবে
নয়তো থাকবেনা,
আমার হৃদয় তবু কাঁদবে
এ-যে হৃদয়ের টান, তাতো টানবেই
এ-যে মায়ার বাঁধন ছেরা দরি
যা তুমি টেনে ছিরে দিয়েছো
তাইতো আমাকে তোমার পরবে মনে
পরতেই হবে,

শোনোহে, এবার আমার কথা বলি
রাত নেই দিন নেই, প্রতিক্ষনেই
আমার চোখের জল মিলেমিশে একাকার
পিছু ফিরে যদি একবার দেখতে
এক ফোঁটা চোখের জল মুছে দিতে
চিৎকার করে এই পৃথিবীকে জানাতাম
হে মানুষ, আমার মতো সুখি এই পৃথিবীতে
আর একজনও নেই,
কিন্তু,
তুমি তা করোনি
তাইতো, তোমাকে আমার বড় পরবে মনে
পরতেই হবে।

কোন মন্তব্য নেই: