নীল যমুনার জল দেখতে
একটি ছেলে আসতো
ঢেউয়ের তালে রোজ বিকেলে
মন উধাসে ভাসতো,
স্বপ্নের ঘোরে একদিন তারে
জল পরীটা ডাকলো
রাত্রি নীশায় হন্যি হয়ে
নীল যমুনায় ছুটলো,
এমনি করে ঢেউয়ের স্বপ্নে - তার
দিন রজনী কাটতো,
একদিন ছিল সেই দুঃখের দিন
ঢেউ ছিলনা জলে
ছেলেটার চোখে অশ্রুর ঢেউ
বুখে আগুন জ্বলে
ঢেউযে ছিল তার স্বপ্ন সাধনা
ঢেউকে ভালবাসতো,
ছেলেটার গল্প বলতে বলতে
আমার চোখে অশ্রু এলো
দুঃখ যাতনায় সব ভুলে তার
জীবনটা এলোমেলো
এমন দিন যে আসবে জীবনে
সেই কথা কি জানত।
একটি ছেলে আসতো
ঢেউয়ের তালে রোজ বিকেলে
মন উধাসে ভাসতো,
স্বপ্নের ঘোরে একদিন তারে
জল পরীটা ডাকলো
রাত্রি নীশায় হন্যি হয়ে
নীল যমুনায় ছুটলো,
এমনি করে ঢেউয়ের স্বপ্নে - তার
দিন রজনী কাটতো,
একদিন ছিল সেই দুঃখের দিন
ঢেউ ছিলনা জলে
ছেলেটার চোখে অশ্রুর ঢেউ
বুখে আগুন জ্বলে
ঢেউযে ছিল তার স্বপ্ন সাধনা
ঢেউকে ভালবাসতো,
ছেলেটার গল্প বলতে বলতে
আমার চোখে অশ্রু এলো
দুঃখ যাতনায় সব ভুলে তার
জীবনটা এলোমেলো
এমন দিন যে আসবে জীবনে
সেই কথা কি জানত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন