মঙ্গলবার, ১২ জুন, ২০১২

"ছিঃ নেমা"


সিনেমায় গিয়েছিলাম ছবি দেখতে
দেখে এলাম যুদ্দ
চারিদিখে হাত তালি
হই চই সব্দ,



নায়িকাটা সামনে এল
হাফ পেন্ট পড়ে
যেন- ফুটবল খেলবে সে
মাথায় লাথি মেরে,

এবার নায়ক সাহেব সামনে এলেন
হাতে গোলাপ ফুল
প্রেম করবেন নায়িকার সাথে
কিন্ত- নায়িকা বুঝে ভুল,

এবার ভিলেন মিয়া সামনে এলেন
তিনি খুব বদ মেজাজি
নায়ক পুলিশ মানেনা সে
ধরে জীবন বাজি,

বদ মেজাজি ভিলেন মিয়া
কিচ্ছু মানেনা
নায়ক ছাড়া তার সাথে
কেউ পারেনা,

নায়িকাকে করলো হরণ
করবে তাকে বিয়ে
এইতো দেখি নায়ক এল
নায়িকাকে যাবে নিয়ে,

এসে নায়ক হেসে বলে
করিসনা আর বড়াই
শক্তি থাকলে সামনে আয়
করবো দুজন লরাই,

ধুম ধুম ধপাস ধপাস
শুরু হল যুদ্দ
ভিলেন মিয়া মড়ে গেল
হয়ে গেল জব্দ,

নায়িকা উদ্ধার হল
এরপর দুজন মিলে গান
গান দেখে চোখ বুজলাম
এই বুঝি গেল মান,

শেষে এসে দেখা গেল
সব মিলনে ঠাঁসা
এই ভাবেই শেষ হল
ছবি- সমাজের সর্বনাশা

কোন মন্তব্য নেই: