শুক্রবার, ১৫ জুন, ২০১২

সেই আমি আজও আমিই

একবার মঞ্চ নাটক লেখার উপর একটা প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম বছর পাঁচেক আগে। আমাদের ব্যাচে ছিল ১৮ জন প্রশিক্ষণার্থী। তো আমাদের প্রশিক্ষণের শেষভাগে এসে প্রশিক্ষকরা আমাদের ৩ জন করে গ্রুপ করে দিলেন নাটক লেখার জন্য। শুরু হলো অলিখিত প্রতিযোগিতা। সব গ্রুপই তাদের নাটকের গল্প দার করিয়ে ফেলেছে। কিন্তু বিপত্তি ঘটলো আমাদের গ্রুপে। আমরা তিন জন নাটকের গল্প নিয়ে মোটেই এক হতে পারছিলামনা। আমাদের মধ্যে শুরু হয়েগেল মন কষাকষি । আমার গ্রুপের সদস্যদের সাথে নাটকের ভিত্তি এবং সংলাপের সাথে আমি একমত হতে পারছিলামনা। ওরা দুজন ছিল একেবারেই নতুন। এবং আমি ইতিমধ্যে প্রায় ৮ টি, নাটক লিখে ফেলেছি। কম্পিটিশন এবং মার্কের কারনে আমি গল্প এবং সংলাপে কোনও ছাড় দিতে চাইছিলামনা। শেষমেশ বিষয়টা প্রশিক্ষক পর্যন্ত গড়াল। সব শুনে প্রশিক্ষক আমাকে কঠিন সর্ত জুড়ে দিলেন, ওরা দুজন একটি নাটক লিখবে। আর আমি একা একটি নাটক লিখবো। যদি আমার নাটক সেরা হয় তবেই আমাকে পাস মার্ক দেয়া হবে। নয়তো একেবারেই গুল্লা। আমার নিজের প্রতি বিশ্বাস ছিল তাই সর্ত মেনে নিলাম। সময় মাত্র এক রাত। আমি একরাতের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ছেরে বাড়িতে চলে এলাম। রাত ৮ ঘটিকার সময় লিখতে বসে পরের দিন সকাল পর্যন্ত একটানা লিখলাম। প্রতিক্ষণই ভাবছিলাম এ যাত্রায় যদি ফেল করি তাহলে আমাকে অনেক দূর পিছিয়ে যেতে হতেপারে। মানে আমার গো ধরার কারনে, অন্য প্রশিক্ষণে আমাকে নেবেনা। আমি তা বুঝতে পারছিলাম।

পরের দিন আমার হাস্য রসাত্মক নাটক নিয়ে গেলাম। বাড়িতে চলে যাওয়াতে আমার সেন্টারে যেতে একটু দেরী হয়েগেল। কিন্তু আমার জন্য সবাই অপেক্ষাই করছে, কেননা ১৮ জনের মধ্যে নিশ্চয়ই আমি এমন কোনও নাট্যকার না যে আমার লেখাটিই সেরা হবে। সেন্টারে ঢুকে দেখলাম সবাই আমার দিকে কেমন যেন বাঁকা চোখে তাকাচ্ছে, আমার বুঝতে বাকি রইলনা যে আমাকে উচিৎ শিক্ষা দেয়ার জন্য সবাই তৈরি।

শুরু হল যার যার নাটক পাঠ, প্রশিক্ষক সহ সবাই গোল হয়ে বসলেন। একটি করে নাটক পাঠ হবে আর সবাই তার ভুল ধরে সমালোচনা এবং গবেষণা করবেন, তা থেকেই মার্ক।
সবাই তিনজন করে গ্রুপ করে বসলেন, আর আমি একা। কেমন যেন লাগছিল তখন। কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল। আমাকে সব শেষে দিয়ে শুরু হলো নাটক পাঠ। একটা একটা করে নাটক পাঠ হচ্ছে, কেউই খুব ভালো কিছু লিখতে পারেননি। আমি মনে মনে সাহস পেয়ে গেলাম। সব শেষে আমি আমার নাটকটি পাঠ করে শুনালাম। যখন সমালোচনার সময় এলো তখন সহজ বিষয়গুলো নিয়ে ওরা আমাকে জবাবদিহি করছিলো, আর আমি একটা একটা করে জবাব দিলাম। এবং আমিই সেরা হয়েগেলাম। প্রশিক্ষক আমার মাথায় হাত দিয়ে বলছিলেন, তুমি একদিন অনেক বড় হবে, তোমার নাটকটিই আমরা নিয়ে গেলাম। কিন্তু তা আর হয়নাকি !! আমি গ্রামের ছেলে, শহুরে ছেলেদের সাথে আর পেরে উঠলামনা। আমি গ্রামের ছেলে গ্রামেই রয়েগেলাম।

একদিন বড় না হয়ে অনেক দিনের ছোট।

কোন মন্তব্য নেই: