প্রিয় বন্ধু আমার,
আজ ভোরের সূর্য আমি দেখিনি, কেননা আকাশ ছিল মেঘলা, তাই মন ছিল বিষণ্ণ। বৃষ্টি পরলেই বুঝি আমার মনটা কেমন হয়ে যায়, আমি বুঝতেই পারিনা, আমার মন কি চায় !
তাই বারবার শুধু তোমার কথাই মনে পরছিল, আর নীরবে অশ্রু ঝরে পরছিল বুক বেয়ে, আঘাতে আঘাতে নিঃশেষ হয়ে যাচ্ছে আমার হৃদয়। এর একটাই কারন, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি? আজ বড় বদলে গেছো, সেই তুমি আর তুমি নেই।
আমার জীবনে অনেক নারীই এসেছিলো নীরবে, আমি তাদের কাছে গিয়েওছিলাম, কেন গিয়েছিলাম ? আমার মোহ পরীক্ষা করার জন্য, কিন্তু ওদের ভালোবাসা আমাকে টানতে পারেনি, আমি এবং আমার মন জয়ী হয়েছিল। কেননা আমিযে তোমাকেই ভালবাসি, তাই ওদেরকে আমার হৃদয়ে স্থান দিতে পারিনি। বারবার তোমার কাছেই গিয়েছি। আজ তা নীরবে স্বীকার করে যাচ্ছি আমি। কারন আমি মিত্যুক নই। আমার ভালবাসায় কোনও খাদ ছিলনা।
আজ তুমি আমার কথা ভুলে গিয়ে, মদ গাঁজা আর ডিসকো পার্টিতে ঘুরে বেড়াচ্ছ, তাই আমি আর তোমার সাথে তাল মেলাতে পারলামনা।
আজ সকালের আকাসে ঘুরে বেড়ানো মেঘ আর গুড়িগুড়ি বৃষ্টি, আমার দৃষ্টি পাল্টে দিল। ভাবলাম নিজেকে নীরবেই দূরে সরিয়ে নেবো। তাই তোমাকে লিখলাম শেষ চিটি।
এই চিটি পেয়ে তুমি অনেক কিছুই ভাববে হয়তো, হয়তো অনেক কিছুই বলতে চাইবে,
কিন্তু কোনও জবাব আমার কাছ থেকে পাবেনা, পাবেনা, পাবেনা ।
আমি তোমাকে মন দিয়ে ভালবেসেছিলাম, তাই দূর থেকে একনজর আমি তোমাকে দেখবো। এটা আমার হৃদয়ের চাওয়া।
কিন্তু তুমি আমাকে দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা ।
ইতি তোমার ..............................
আজ ভোরের সূর্য আমি দেখিনি, কেননা আকাশ ছিল মেঘলা, তাই মন ছিল বিষণ্ণ। বৃষ্টি পরলেই বুঝি আমার মনটা কেমন হয়ে যায়, আমি বুঝতেই পারিনা, আমার মন কি চায় !
তাই বারবার শুধু তোমার কথাই মনে পরছিল, আর নীরবে অশ্রু ঝরে পরছিল বুক বেয়ে, আঘাতে আঘাতে নিঃশেষ হয়ে যাচ্ছে আমার হৃদয়। এর একটাই কারন, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি? আজ বড় বদলে গেছো, সেই তুমি আর তুমি নেই।
আমার জীবনে অনেক নারীই এসেছিলো নীরবে, আমি তাদের কাছে গিয়েওছিলাম, কেন গিয়েছিলাম ? আমার মোহ পরীক্ষা করার জন্য, কিন্তু ওদের ভালোবাসা আমাকে টানতে পারেনি, আমি এবং আমার মন জয়ী হয়েছিল। কেননা আমিযে তোমাকেই ভালবাসি, তাই ওদেরকে আমার হৃদয়ে স্থান দিতে পারিনি। বারবার তোমার কাছেই গিয়েছি। আজ তা নীরবে স্বীকার করে যাচ্ছি আমি। কারন আমি মিত্যুক নই। আমার ভালবাসায় কোনও খাদ ছিলনা।
আজ তুমি আমার কথা ভুলে গিয়ে, মদ গাঁজা আর ডিসকো পার্টিতে ঘুরে বেড়াচ্ছ, তাই আমি আর তোমার সাথে তাল মেলাতে পারলামনা।
আজ সকালের আকাসে ঘুরে বেড়ানো মেঘ আর গুড়িগুড়ি বৃষ্টি, আমার দৃষ্টি পাল্টে দিল। ভাবলাম নিজেকে নীরবেই দূরে সরিয়ে নেবো। তাই তোমাকে লিখলাম শেষ চিটি।
এই চিটি পেয়ে তুমি অনেক কিছুই ভাববে হয়তো, হয়তো অনেক কিছুই বলতে চাইবে,
কিন্তু কোনও জবাব আমার কাছ থেকে পাবেনা, পাবেনা, পাবেনা ।
আমি তোমাকে মন দিয়ে ভালবেসেছিলাম, তাই দূর থেকে একনজর আমি তোমাকে দেখবো। এটা আমার হৃদয়ের চাওয়া।
কিন্তু তুমি আমাকে দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা দেখতে পাবেনা ।
ইতি তোমার ..............................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন