মঙ্গলবার, ১২ জুন, ২০১২

অবহেলা


অবহেলা
               যাদব সুত্রধর
প্রলয় হবে যখন
বুঝবে তখন
কখন,কিভাবে,কোন পথে
কি করে কাটাও তুমি বেলা,



যে দিন চলে যায়
সে দিন ফিরেনা চায়
আগুন হাতে নিয়ে তুমি
খেললে রঙ্গের খেলা
কি করে কাটাও তুমি বেলা,

কোন সে ভূলে
কোন সে ছলে
জনম কাঁটিয়ে দিলে
করলে অবহেলা,
সত্যকে দেখনি চোখে
আজ তাই মড়ছো দুঃখে
এখন, কে দেখায়ে দেবে পথ
কোন পথে হবে তোমার চলা
কি করে কাটাও তুমি বেলা

কোন মন্তব্য নেই: