শুক্রবার, ১৫ জুন, ২০১২

হৃদয় তরী"

আমার হৃদয় তরী বেয়ে আজ
কে চললো-রে
উত্থাল ঢেউয়ে পাল তুলে কে
বৈটা মারে-রে,

আঁধারে নীরবে
স্বপ্নের ভূবণে
মন যে কোথায় গেল
জাগলো কার ঘরে
আমার হৃদয় তরী বেয়ে আজ
কে চললো-রে,

আমি যখন স্বপ্নের ঘরে
তরী নিয়ে গেল চূরে
নিদ্রার কোলে রয়েছি ঢলে
হৃদয় সুদূর প্রান্তরে
আমার হৃদয় তরী বেয়ে আজ
কে চললো-রে।

রচনাকালঃ ১৬/০৯/২০০১

কোন মন্তব্য নেই: