মঙ্গলবার, ১২ জুন, ২০১২

“বউএর পত্র “



বউ পত্র লিখেছিল সেদিন
প্রিয়তম,এবারের ঈদে তুমি আসবে বাড়ি
সবার জন্য এনো কাপড়
আমার জন্য শাড়ি


পত্র খানা পরে আমার
চোখের কূনে আসে জল
দৃষ্টি চলে যায় সুদুর গ্রামে
ভাবতে থাকি.....
এভাবেই পথ চেয়ে বসে থাকে
হাজারো গ্রামের নারী

ঈদের ঠিক দূ'দিন আগে
গ্রামের উদ্দেশ্যে ছুটছি বাড়ি
নদীর অথৈ জলে ভেসে
কতো শত স্বপ্ন ভীর করেছে তখন
দূ'নয়নে এসে

বাড়ি যাব স্ত্রী-সন্তানকে কাছে পাব
আরও সঙ্গ পাব বাল্য বন্ধুগণের
মা-বাবার পা ছোঁয়ে সালাম করবো
অপেক্ষার অবসান হবে কতদিনের

আমার হৃদয় দূলা দেয়.....

ঠিক তখনই চারিদিকে চেঁচামেচি- বাঁচাও
কতো মানুষের আর্ত চিৎকার
আমি তখনো স্বপ্নের ভুবনে
বিচরণ করছি একাকার

হটাৎ অনূভূতি হল
আমার হৃদয়ে খামচে ধরেছে কেউ
ঘুম পেয়ে গেলো আমার
আমায় বয়ে নিয়ে গেলো
নদীর অথৈ ঢেউ

অনেক বছর পর.....

ঈদের ঠিক দূ'দিন আগে
আমার মন জেগেছে আজ
চারিদিকে ঈদের খুশি
ধরণী নিয়েছে নতুন সাজ

পাশ ফিরে চেয়ে দেখি
বারান্দার ভাঙ্গা বাঁশটি ধরে
চোখের জল ছাড়ছে বউ
চোখ তার ঢেউ তোলা নদীর পাণে
স্বামী তার আসবে বাড়ি
যেন, আটকাতে পারবেনা আর কেউ

আমার হৃদয় কেঁদে ওঠে
খুঁজতে থাকি বউয়ের সেই পত্র খানা
কিন্তু পাইনি....
হাউমাউ করে কেঁদে ওঠে মন
আসলে আমি আজ আর
পৃথিবীর কেউ না !!!

কোন মন্তব্য নেই: