শুক্রবার, ১৫ জুন, ২০১২

সাবধান !!!


(গত পরশু ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে এক টেম্পু চালক হরভিন্দর সিং এর চর(থাপ্পর)মারা নিয়ে এই কবিতা রচিত হয়েছে)

"সাবধান !!!"
হুঁশিয়ার তোরা সাবধান
গণতন্ত্রের সুবিধা ভোগী যারা
ভেঙ্গে হবে খানখান
আঁধার জগতে আসছে আলো
তোরা হুঁশিয়ার সাবধান,

তোদের অস্তিত্ব
তোরাই তোরাই খুঁজবে
সেদিন নয়তো আর দূরে
কঙ্কাল শরীর মাংস ফিরে পাবে
বোবা ঠোঁটে ভাষা ফিরে পাবে
বাজি ধরে দেবে তারা প্রাণ
তোরা হুঁশিয়ার সাবধান,

তোদের পদতলে কতো
গরীব দুঃখী যতো
যুগযুগ ধরে করছে মাথানত
আজ তারা মাথা তুলে দাঁড়াবে
গাইবে মহাযুদ্ধের গান
তোরা হুঁশিয়ার সাবধান,

দিনের আলোতে অর্থের সুধাপান করিস
রাতের আঁধারে নারীর
ভোগের নেশায় মত্ত তোরা
ওরে থামরে থাম
নাহয় বন্ধ হবে তোর জবান
তোরা হুঁশিয়ার সাবধান,

অনাহারে কাঁদছে কতো মানুষ
শরীর ত্যাগ করছে কতো প্রাণ
তোদের দুয়ারে ভিক্ষা চাইতে গেলে
করিস তাদেরে অপমান
তোরা হুঁশিয়ার সাবধান,

তোর চারিদিকে বজ্র কুণ্ডলী
কাঁপিয়ে আসছে আকাশ মাটি
আসছে ওই ধেয়ে আসছেরে
কোথায় যাবে পালা তুই
ওরে পালারে শয়তান
তোরা হুঁশিয়ার সাবধান।





(হরভিন্দর সিং আইনের চোখে অপরাধী এটা মানি, কিন্তু গণতান্ত্রিক উপায়ে মন্ত্রী বা এমপি হওয়া এই রাজনৈতিক কর্তারা(আমাদের বাংলাদেশের কর্তাদেরও বলছি) প্রতিনিয়তই ধুকাবাজিতে মত্ত, এবং দেশের মানুষের দুঃখ দুর্দশার কথাটা মাথায় আনতে চাননা, এরা একদিকে দেশকে ইংল্যান্ড আমেরিকা ও ডিজিটাল দেশ বানাতে চাচ্ছেন, অন্যদিকে জনগণকে ধুকা দিয়ে খাচ্ছেন দেশের মিলিয়ন মিলিয়ন টাকা মেরে। এই আমাদের গণতন্ত্র!!! তাহলে এরাই হচ্ছে গণতন্ত্রের সুবিধা ভোগী।
হরভিন্দর ক্ষোভটা সেই জায়গাতেই, তাই সাবধান.......হরভিন্দররা আসছে কিন্তু। ওরা আইনের চোখে অপরাধী হলেও.....সাবধান!!!!

কোন মন্তব্য নেই: