স্বপ্ন দেখতে দেখতে
চোখ দুটি অন্ধ
তবুও বাড়েবার স্বপ্ন দেখি
আমরা হয়ে গেছি মহারাজার
খাঁচার ভেতর পাখি,
এই ভাবে দেখবো
যতদিন পারবো
ভিক্ষা গুরুর দীক্ষা নিয়ে
জীবনটাকে মোরা গড়বো
সবকিছু হারিয়ে পথে পথে ঘুরবো
বলো এ লজ্জা কোথায় রাখি,
অনেক সাধের জীবন
এই ভাবে কাটে
শতশত সপ্নের মৃত্যু ঘটে
ক্ষুধার জ্বালায় প্রাণে বাঁচিনা
জলে ভরে দুটি আঁখি
বল এ দুঃখ কোথায় রাখি।
চোখ দুটি অন্ধ
তবুও বাড়েবার স্বপ্ন দেখি
আমরা হয়ে গেছি মহারাজার
খাঁচার ভেতর পাখি,
এই ভাবে দেখবো
যতদিন পারবো
ভিক্ষা গুরুর দীক্ষা নিয়ে
জীবনটাকে মোরা গড়বো
সবকিছু হারিয়ে পথে পথে ঘুরবো
বলো এ লজ্জা কোথায় রাখি,
অনেক সাধের জীবন
এই ভাবে কাটে
শতশত সপ্নের মৃত্যু ঘটে
ক্ষুধার জ্বালায় প্রাণে বাঁচিনা
জলে ভরে দুটি আঁখি
বল এ দুঃখ কোথায় রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন