শুক্রবার, ১৫ জুন, ২০১২

"মামাবাড়ির ছোট নদী"

"মামাবাড়ির ছোট নদী"

নদীর বুকে ঢল নেমেছে
হটাৎ একদিন রাতে
ঢল দেখতে যাবো মোরা
দাদু ভাইয়ের সাথে,

নদীর ঢল দেখতে মোরা
ভালবাসি সবাই
দাদুভাই দাদুভাই
চলো এবার যাই,

ভ্যান চড়ে রাতের বেলা
সবাই গেলাম চলে
নদীর পারে চমকে উঠলাম
ঢল গেছে সব চলে,

অবাক চোখে চেয়ে রইলাম
সবাই নদীর পানে
দাদুভাই অনেক কষ্ট
পেলেন তার মনে,।

(রচনা কাল ১৩-০৪-১৯৯৯)

(এটি বাস্তবতার আলোকে লেখা একটি ছড়া, দূর পাহাড় থেকে আসা একটি ছোট নদী আমার মামা বাড়ির কাছ দিয়ে বয়ে যায়, নদীটির বুকে হতাৎ করে ঢল আসতো আবার নিমিষেই তা চলে যেতো, ছোটবেলায় খুব রোমাঞ্চিত হতাম এবং এখনও হই, বালুময় ছোট নদীর কাছে গিয়ে বসে থাকতে ইচ্ছে করে।)

কোন মন্তব্য নেই: