মঙ্গলবার, ১২ জুন, ২০১২

"শ্রদ্ধাঞ্জলী"

জাতীয় কবির ৩৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে
"শ্রদ্ধাঞ্জলী"

বাঙ্গালীর হৃদয়ে আসন পাতিয়া
বসেছ হে নজরুল
ঘুমন্ত বাঙ্গালীদের জাগিয়ে দিয়েছ
ভেঙ্গে দিয়েছ মোদের ভূল



কলমের ছোঁয়ায় বোঝাবার সাহস নেই আমার
তোমার কবিতার তেজ আর তুমূল শক্তি
তোমার অগ্নীঝড়া কবিতা এনে দিয়েছিল মোদের
দেশের প্রতি ভক্তি

তিমির রাত্রিতে একা বাতায়ন খুলে
পড়ি যখন তোমার অগ্নীঝড়া কবিতা
সবকিছু কেমন নিঃস্তব্দ হয়ে যায়
শ্রবণে কান পেতে রয়
পালন করে সবাই নিরবতা

তোমার কবিতার বিকট শব্দে
শিরা-উপশিরা জেগে ওঠে
যেন, দম হয়ে যায় বন্ধ
তেজস্ক্রিয়তায় অগ্নীশিখা ছড়িয়েছিল
বেড়িয়ে পরেছিল মুক্তির গন্ধ
কবিতার ডাকে ঘুম ভেঙ্গে যায়
জেগে ওঠে আকাশ বাতাস
জেগে ওঠে ছোট্র শিশুটিও
সন্তান হারা মায়ের কান্না থেমে যায়
যেন, কবিতার বাণী হয়ে ওঠে তার প্রিয়

কোন মন্তব্য নেই: