শুক্রবার, ১৫ জুন, ২০১২

আমি কে

আমি আজ আর
আমার মাঝে নেই
কোথায় যেন হারিয়ে গেলাম ?

কত দিবস, কত রজণী
নীরবে চলে গেলো
নিজেকে খুঁজেই পাইনি

আমি কে, কে-বা আমার
খুঁজতে খুঁজতে ভাবতে ভাবতে
রজণী প্রভাত হয়ে যায়

কাকের ডাক, শিশুর কান্না
গগণ মনির হাসি
একে একে সব নিস্তব্দতা ভেঙে যায়

এমনি করে দিন যায় রাত আসে
রাত যায় আবার দিন আসে
কিন্তু আমি ?
তখনো আমাকেই খুঁজে বেড়াই,
ভাবনাহীন......

কোন মন্তব্য নেই: