মঙ্গলবার, ১২ জুন, ২০১২

"লেনা দেনা"


এই ভবের লেনা দেনা
এই ভবেই হবে, শুন সকলে,
এই ভবের লেনা দেনা

এই ভবেইহবে
আমার নাই জানা হিসাব
...
কতো পাওনা কতো দেনা
সবই বে-হিসাব
(
ওরে) কতো চাইবো কতো দেবো
কতো আরও রবে
কতো দিন চলে গেলো
হিসাব নিকাশ রাখার আমার-
সময় না হইলো
আমার- ভাই বন্ধু পরিবারও
হিসাব কি দেবে ?
শুন সকলে -
এই ভবের লেনা দেনা
এই ভবেই হবে

কোন মন্তব্য নেই: