মঙ্গলবার, ১২ জুন, ২০১২

"হে হৃদয় নাথ"

হৃদয় জুড়িয়া বসিয়া আছ
হে রবীন্দ্রনাথ
পূর্বাকাশে উদয়াচলে রবি
জাগিয়াছে সোনালী প্রভাত
হে হৃদয়নাথ,



আজি আকাশ হইয়াছে নীল
পাখিরা সব গাইছে গান
তুমি শুধু তুমি নও
আমাদেরও প্রান
হে মহান,

ভূবন বাগানে ফুটিয়াছে ফুল
সকলই আনিতে যাই
যেন সৃষ্টির খেলা
সকলই খেলিতে চাই
দেখিয়া পুলকিত রবি
হে বিশ্ব কবি,

আকাশ বলিল আমার কোলে
বসিয়া রহিছে চাঁদ
সব আলো ঢালিয়া দেবে
আজ মধু রাত
হে রবীন্দ্রনাথ




কোন মন্তব্য নেই: