শুক্রবার, ১৫ জুন, ২০১২

""যমালয়"" পর্ব-০৩। "দৃশ্য - ০৩""



(যমালয়ে বিচার সভা)

( চিত্রগুপ্ত মহারাজ যমরাজের রায় লিপিবদ্ধ করার কাজে নিয়োজিত, আর বিচিত্রগুপ্ত পাপ- পুন্যের হিসেবের কাজে নিয়োজিত
(মঞ্চে প্রবেশ করে যারযার আসনে বসবেন চিত্রগুপ্ত ও বিচিত্রগুপ্ত)
নেপথ্যেঃ সাবধান, সাবধান, এখনই মহামান্য যমরাজ সিংহাসন গ্রহন করবেন,
(যমরাজ প্রবেশ করবেন)

চিত্রগুপ্ত ও বিচিত্রগুপ্তঃ প্রনাম মহারাজ

""যমালয়"" পর্ব-০২" দৃশ্য -০২ "

""দৃশ্য - ২""
(শ্রীকান্তের বাড়ি)

(মঞ্চে প্রবেশ করবেন শ্রীকান্ত ও তার স্ত্রী নিলিমা)

শ্রীকান্তঃ নিলিমা শুনো, আজ ঠাকুরমশাই আমাদের বাড়ি আসবেন,
নিলিমাঃ কেনগো ?
শ্রীকান্তঃ মনসা পূজা আসছেনা ঠাকুরমশাই নিজ হাতে পূজার খরছের লিস্ট করে দেবেন, আমাদের ভাগ্য কত ভালো বলো,

""যমালয়"" পর্ব -১ "

বিষয়ঃ মঞ্চ নাটক

(১ম দৃশ্য)
"ঠাকুর মশাইয়ের বাড়ি"

(মঞ্চে প্রবেশ করবেন ঠাকুর মশাই)

ঠাকুরঃ মাগো মা কালী,তুমি সব জানো মা,আমি
কিছুই জানিনা,ওহে কালীচরন কই গেলি।
(কালীচরনের প্রবেশ)
কালিঃ আজ্ঞে ঠাকুরমশাই,আমার নামতো কালী
চরণ না, আমার নাম সুকান্ত।
থাকুরঃ না না না, এখন থেকে তোমার নাম হবে
কালীচরণ।

আমি কে

আমি আজ আর
আমার মাঝে নেই
কোথায় যেন হারিয়ে গেলাম ?

আমারই মাঝে.....

আমারই মাঝে.......

আমারই মাঝে আছো তুমি
দেখতে নাহি পাই আমি-
দেখতে নাহি পাই,
এমনই দুঃখের কথা
বলবো কারে কোথা

স্বপ্ন !!!

স্বপ্ন দেখতে দেখতে
চোখ দুটি অন্ধ
তবুও বাড়েবার স্বপ্ন দেখি
আমরা হয়ে গেছি মহারাজার
খাঁচার ভেতর পাখি,

একটি ছেলে

নীল যমুনার জল দেখতে
একটি ছেলে আসতো
ঢেউয়ের তালে রোজ বিকেলে
মন উধাসে ভাসতো,

"মামাবাড়ির ছোট নদী"

"মামাবাড়ির ছোট নদী"

নদীর বুকে ঢল নেমেছে
হটাৎ একদিন রাতে
ঢল দেখতে যাবো মোরা

হৃদয় তরী"

আমার হৃদয় তরী বেয়ে আজ
কে চললো-রে
উত্থাল ঢেউয়ে পাল তুলে কে
বৈটা মারে-রে,

"নবজাতকের অতৃপ্ত আত্মার সংলাপ"

আজকের প্রথম আলো পত্রিকার প্রথম পাতায়
এই মায়ের কোল খালি হবে আজ
নিউজটা দেখে আবারও এই পোষ্ট (২য় বার)

সাবধান !!!


(গত পরশু ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারকে এক টেম্পু চালক হরভিন্দর সিং এর চর(থাপ্পর)মারা নিয়ে এই কবিতা রচিত হয়েছে)

"সাবধান !!!"
হুঁশিয়ার তোরা সাবধান
গণতন্ত্রের সুবিধা ভোগী যারা
ভেঙ্গে হবে খানখান
আঁধার জগতে আসছে আলো
তোরা হুঁশিয়ার সাবধান,

তোদের অস্তিত্ব

"টাকা"


কিশোর বেলায় লেখা সেই ছড়া


টাকা টাকা টাকা
পাচ্ছিনা তার দেখা
টাকার দেখা না পাইলে
মন হয়ে যায় ফাঁকা,

"পরবে মনে,পরতেই হবে"

"পরবে মনে,পরতেই হবে"

এই বিশাল পৃথিবীতে একদিন তুমি
একা হবে জানি, বড় একা
এই পৃথিবীর রঙ্গিন দরজাগুলো তোমার

হয়ে গেল চড়ক পূজা

বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত মৌলভীবাজার জেলা।
নদী হাওড় ও অসংখ্য চা বাগানে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় এই জেলা।
মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ১৯কিঃমিঃ দূরে রয়েছে সাধুহাটী গ্রাম।

সেই আমি আজও আমিই

একবার মঞ্চ নাটক লেখার উপর একটা প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম বছর পাঁচেক আগে। আমাদের ব্যাচে ছিল ১৮ জন প্রশিক্ষণার্থী। তো আমাদের প্রশিক্ষণের শেষভাগে এসে প্রশিক্ষকরা আমাদের ৩ জন করে গ্রুপ করে দিলেন নাটক লেখার জন্য। শুরু হলো অলিখিত প্রতিযোগিতা। সব গ্রুপই তাদের নাটকের গল্প দার করিয়ে ফেলেছে। কিন্তু বিপত্তি ঘটলো আমাদের গ্রুপে। আমরা তিন জন নাটকের গল্প নিয়ে মোটেই

"বিদায় বন্ধু ........."

প্রিয় বন্ধু আমার,

আজ ভোরের সূর্য আমি দেখিনি, কেননা আকাশ ছিল মেঘলা, তাই মন ছিল বিষণ্ণ। বৃষ্টি পরলেই বুঝি আমার মনটা কেমন হয়ে যায়, আমি বুঝতেই পারিনা, আমার মন কি চায় !
তাই বারবার শুধু তোমার কথাই মনে পরছিল, আর নীরবে অশ্রু ঝরে পরছিল বুক বেয়ে, আঘাতে আঘাতে নিঃশেষ হয়ে যাচ্ছে আমার হৃদয়। এর একটাই কারন, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। কিন্তু তুমি? আজ বড় বদলে গেছো, সেই তুমি আর তুমি নেই।

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

"লেনা দেনা"


এই ভবের লেনা দেনা
এই ভবেই হবে, শুন সকলে,
এই ভবের লেনা দেনা

"ছিঃ নেমা"


সিনেমায় গিয়েছিলাম ছবি দেখতে
দেখে এলাম যুদ্দ
চারিদিখে হাত তালি
হই চই সব্দ,

"হে হৃদয় নাথ"

হৃদয় জুড়িয়া বসিয়া আছ
হে রবীন্দ্রনাথ
পূর্বাকাশে উদয়াচলে রবি
জাগিয়াছে সোনালী প্রভাত
হে হৃদয়নাথ,

"শ্রদ্ধাঞ্জলী"

জাতীয় কবির ৩৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে
"শ্রদ্ধাঞ্জলী"

বাঙ্গালীর হৃদয়ে আসন পাতিয়া
বসেছ হে নজরুল
ঘুমন্ত বাঙ্গালীদের জাগিয়ে দিয়েছ
ভেঙ্গে দিয়েছ মোদের ভূল